sanatansangbed

Introduction of SANATAN dharma scriptures

কর্ণফুলী ফেনুয়া চা বাগানে সনাতন সংগঠনের কমিটি গঠন

নমস্কার,,,,,,,।
আজ সনাতন সংগঠনের আরেকটি অধ্যায় শুরু হলো, ফটিকছড়ির বৃহৎ চা বাগান কর্ণফুলী ফেনুয়া চা বাগানে সনাতন সংগঠনের কমিটি হয়েছে।আজকের সভার আলোচনা ছিলো চা বাগানে একটি ইউনিট গড়ে তোলা।
এতে উপস্থিত ছিলেন ফটিকছড়ি ইউনিটের সম্মানিত সভাপতি তাপশ দে গোবিন্দ মহোদয়, উপস্থিত ছিলেন সম্মানিত সদস্য পার্থ ঘোষ মহোদয়, সনাতনের কর্ণদ্বার সৈকত কুর্মি, পলাশ ঘোষ, মিটন দে , রনি ঘোষ,, রবি দে, আবু কুর্মী, প্রণজিৎ সেন, 
আজকে আমাদের সংগঠনের কর্ণফুলী ফেনুয়া চা বাগানে সভাপতি হয়েছেন, চট্টগ্রাম চা বাগান ভ্যালীর শ্রমিক ইউনিয়ন সভাপতি শ্রীযুক্ত নিরঞ্জন নাথ মন্টু মহোদয়।
আরো যারা কমিটিতে এসেছেন এবং সনাতনে কর্মী হিসেবে দায়িত্ত নিয়েছেন তাদের ছবিতে প্রকাশ হয়েছে।
আগামী মাসে পূর্ণাঙ্গ কমিটি নাম সনাতন চট্টগ্রাম জেলা কমিটির নিকট প্রেরণ করা হবে।
অভিনন্দন ও শুভকামনা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.