sanatansangbed

Introduction of SANATAN dharma scriptures

সীতাকুন্ডু শিব চতুর্দশীতে সেচ্ছাসেবক প্রসঙ্গে

সীতাকুন্ডু শিব চতুর্দশীতে সেচ্ছাসেবক প্রসঙ্গে

মার্চ ২০১৯ মাসের ৩ থেকে ৬ তারিখ পর্যন্ত সনাতন সংগঠন থেকে স্রাইন কমিটির অধীনে দ্বিতীয় বার সেচ্ছাসেবকের কাজ করেছে সনাতনের কর্মীরা।
সনাতন ভুজপুর ইউনিটকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সাথে লয়ার ফোরামকেও আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবার ভুজপুর থেকে ১২০ জন ভোলান্টিয়ার আমাদের সাথে সীতাকুণ্ডে সেচ্ছায় শ্রম দিয়েছে। তিন দিন নাওয়া, খাওয়া, ঘুম ভুলে সীতাকুণ্ডের উন্নয়নের স্বার্থে ও পূণ্যার্থীদের সহযোগিতা করার জন্যে আন্তরিক ভাবে চেষ্টা করেছে। আমাদের লয়ার ইউনিটের কর্মীরাও আন্তরিক ভাবে চেষ্টা করেছেন। কাল শুক্রবার আদায়কৃত টাকা গুনার দিন। ভুজপুর থেকে ১২ জন কর্মী গিয়ে এই কাজে সহায়তা করবে। সেই সাথে সাথে কাল আমাদের সীতাকুণ্ডের শিব চতুর্দশীর দায়িত্ব সম্পন্ন হবে।

সেখানে দায়িত্ব পালনের কাজটা মোটেও সহজ নয়। অত্যন্ত পরিশ্রমের কাজ। অসীম ধোয্য, উপস্থিত বুদ্ধি, শারীরিক শক্তি ও ফিটনেস না থাকলে এই কাজ করা সম্ভব হবেনা। ৪ থেকে ৫ ঘন্টা কাজ করলে মানুষ ক্লান্ত হতে বাধ্য যেখানে সেখানে ছেলেরা ৩ দিন ধরে কাজ করেছে। যারা চন্দ্রনাথ ও বিরূপাক্ষে কাজ করেছে ওরা প্রথমদিন খাওয়া পায়নি, দ্বিতীয়দিন দুপুরে ভাত খেতে পারেনি। অভুক্ত থেকে ফল মুল খেয়েই তিন ধরে কাজ করেছে ওরা। এদেরকেই বলে ভক্ত, এদেরকেই বলে সেবক। এতো কষ্ট করেও কারো মুখে কোন অভিযোগ নেই। দায়িত্ব পালন করতে পারেই ওরা সন্তুষ্ট।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.