'শিব রূপে জীব সেবায় সনাতন'
শ্রীমান মৃদুল গুপ্তা-
দুর্গা পূজা ১৪২৫ উপলক্ষে সনাতন সংগঠন সিলেট ইউনিটের উদ্যোগে ("শিবরূপে জীব সেবা" এবং "সুশ্রুত চিকিৎসা সেবা") সুনামগঞ্জ জেলার অন্তর্গত শাল্লা উপজেলার যাত্রাপুর গ্রাম সহ আশেপাশের কয়েকটি গ্রামের অধিকাংশ মানুষই হিন্দু & খুবই হত দরিদ্র।
সেখানে আমরা ৭১জন দরিদ্র নারায়ণের মাঝে বস্ত্র বিতরণ (যার অধিকাংশই বয়স্ক বিধবা, অসহায় নারী) করি। তাদের সিলেক্ট করা হয় ৩/৪টি গ্রাম থেকে।
একটি ভ্রাম্যমাণ লাইব্রেরির জন্য ছাত্রছাত্রীদের হাতে ৩৫ খানা বইয়ের প্যাক (যার বেশ কটি ২জনের দান), শিক্ষা উপকরন দেয়া হয় এবং একটি পরিবারকে স্বাবলম্বী করণ কর্মসূচীর অংশ হিসেবে এবারো একটি দরিদ্র পরিবারকে একটি সেলাই মেশিন দান করে তাদের আয়ের উৎসের ব্যবস্থা করা হয়েছে।
প্রায় ৩০০জন রোগীকে সনাতন 'সুশ্রুত' ইউনিটের মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসা দেয়া হয়, সাথে সকলকে কিছু বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
মায়ের আশীর্বাদ & আপনাদের শুভকামনায় পূজা উপলক্ষ্যে আমাদের এবারের ক্ষুদ্র আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
বিশেষ দ্রষ্টব্যঃ সনাতন সংগঠনের এই ধরণের উন্নয়ন কাজ গুলিকে এগিয়ে নেওয়ার জন্যে আমাদের প্রচুর কর্মী প্রয়োজন। আপনি যদি আগ্রহী হন তবে আমাদের সাথে যোগাযোগ করবেন। সরাসরি কমেন্ট করে জানাতে অসুবিধা বোধ করলে গ্রুপের এডমিনদের ব্যক্তিগত ভাবে মেসেজ করে জানিয়ে দিবেন, উনারা আপনাদের সাথে যোগাযোগ করবে।
উল্লেখ্য সনাতন সংগঠন শিক্ষা, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ব্যক্তি উন্নয়নকে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছে।
মায়ের আশীর্বাদ & আপনাদের শুভকামনায় পূজা উপলক্ষ্যে আমাদের এবারের ক্ষুদ্র আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
শ্রী চয়ন দেবনাথ
কর্মী
সনাতন সংগঠন (সিলেট ইউনিট), বাংলাদেশ।
কোন মন্তব্য নেই