sanatansangbed

Introduction of SANATAN dharma scriptures

আজ তো ভালো আছি কিন্তু কাল?


আজ থেকে ১০ বছর আগে এই মহিলা নিজেকে এই পরিস্থিতির মুখমুখি হতে হবে ভাবেনি। তাঁর পরিবারও ভাবেনি। তখনও এমন অন্যায় অত্যাচার হয়েছে। উনাদের কানেও সেই সংবাদ পৌছেছিল। গুটিকয়েকজন যুবক ও যুব সংগঠন যখন সেই সব অপরাধের বিচার চাইতে রাজপথে সংগ্রাম করছিল তখন উনারা ভেবেছিলাম আমরা তো নিরাপদ আছি। উনারা প্রতিবাদে অংশগ্রহণ করেনি। অথচ আজ তাঁরা সেই বীভৎসতার মুখমুখি।

আজ উনার এই পরিণতি দেখে যারা ভাবছেন খুবই দুঃখজনক কিন্তু আমরা তো ভালো আছি। দশ বছরের মধ্যে এই ভাবে বা এর থেকে বাজে ভাবে আপনার দুর্বলতার সুযোগ নেওয়া হবেনা এই নিশ্চয়তা কে কাকে দিতে পারবে?

যুব সংগঠন গুলির সাথে সম্পৃক্ত থাকুন। তাঁদের আন্তরিক ভাবে সহায়তা করুন। শ্রম, মেধা, আর্থিক ভাবে যে যে ভাবে পারেন তাঁদের সাথে থেকে সংগঠন গুলির কাজকে বেগবান করুন। দিন দিন অত্যাচার বৃদ্ধি পাচ্ছে সুতরাং প্রতিবাদও বাড়াতে হবে।

দুর্বলরা সব সময় ভুক্তভোগি হবে আর সবলরা অধিকার নিয়ে প্রতিষ্ঠিত থাকবে। দুর্বৃত্তরা সব সময় দুর্বলকে শোষণ করবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.