sanatansangbed

Introduction of SANATAN dharma scriptures

পূজার আনন্দ সবার সাথে-১৪২৫


শ্রীদেবাশিষ দাস- 
“পূজার আনন্দ সবার সাথে”- এই স্লোগানকে সাথে নিয়ে আপনাদের কাছে আহ্বান জানিয়ে ছিলাম এইবারের পূজার আনন্দ ভাগ করে নিতে; কিছু অসহয়ায় মানুষের পাশে দাড়াতে। আপনাদের আন্তরিক সাড়ায় আমরা অভিভূত। আপনাদের পাঠানো শুভেচ্ছা ও অনুদান নিয়ে ঢাকা সনাতনের কর্মীরা গিয়েছিল কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চল ভিতরবন্দ ইউনিয়ন এর কামাড়পাড়া গ্রামে।

আমরা ৩২জন শিক্ষার্থীর কাছে পৌছে দিয়েছি স্কুলের ব্যাগ,শিক্ষা উপকরণ ও পুজার নতুন জামার জন্য কিছুটা আর্থিক অনুদান। তাদের প্রত্যেক এর পরিবারকে দেয়া হয়েছে শ্রীমদ্ভগবদ্গীতা।

স্বাবলম্বল কর্মসূচীর আওতায় একটি পরিবারকে দিয়েছি একটি ভ্যানগাড়ি ও আরেকটি পরিবারকে একটি সেলাই মেশিন।

এই শিশুরা যখন স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যাবে তার সাথে অজান্তেই রয়ে যাবে আপনাদের ভালবাসা, তারা নতুন জামা যখন পরে যখন মন্দিরে গিয়ে নিজেদের জন্য প্রার্থনা করবে তখন অজান্তেই কিছুটা প্রার্থনা বয়ে আসবে আপনার জন্য।
ভ্যান চালিয়ে বা সেলাই মেশিন এর মাধ্যমে যখন তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করবে তখন হয়তো ভাগ্য বিধাতা নিশ্চয় আপনাদের কথা ভুলতে পারবে না।

সেলাই মেশিন পাওয়ার পর মহিলার মুখের হাসি আর আশির্বাদ সব কিছুই রয়ে যাবে ঢাকার কর্মিদের জীবনে একটা বিশেষ স্মৃতি হয়ে। 
ভ্যানগাড়ির চাবি হাতে নিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা সেই লোকের মুখের অভিব্যক্তি দেখে আমাদের ঢাকা থেকে ১১-১২ ঘন্টার জার্নির ক্লান্তি নিমিষেই মিলিয়ে গিয়েছিল। আমাদের কষ্ট সফল হয়েছে বাচ্চাদের মুখের হাসি দেখে, তারা যখন নতুন ব্যাগ কাধে ঝুলিয়ে বাসায় ফিরছিল সেই দৃশ্যটা দেখে।
এই ইভেন্ট সফল হয়েছে আপনাদের অনুদান আর ভালবাসায় এবং আমাদের সকল কর্মীদের নিস্বার্থ পরিশ্রমের বিনিময়ে।

সবার শেষে স্বামী বিবেকানন্দের একটা কথা দিয়ে শেষ করতে চাই- “পরের হিতসাধন হচ্ছে আত্মার বিকাশের একটা উপায়,একটা পথ। এক প্রকারের ঈশ্বর সাধনা। জ্ঞান-ভক্তি প্রভৃতি সাধনা দ্বারা যেমন আত্মার বিকাশ হয়, পরার্থে কর্ম দ্বারাও ঠিক তাই হয়।”

সনাতন এর আগামীর কোন আয়োজনে আপনাদের এই ভাবেই পাশে পাব সেই আশায়“পূজার আনন্দ সবার সাথে” ইভেন্ট এর সফল সমাপ্তি হচ্ছে,মা আমাদের সকলের সর্বদা মঙ্গল করুক।
উল্লেখ্য "সনাতন" এর শারদ অর্ঘ্য ১৪২৫ এর চারটি ইভেন্ট এর মধ্যে সিলেট ও ঢাকা ইউনিট এর ইভেন্ট এর সফল সমাপ্তি হয়েছে এবং চাদপুর ও ভুজপুর,ফটিকছড়ি তথা চট্টগ্রামের দুইটি ইভেন্ট পূজা চলাকালীন সময়ে অনুষ্ঠিত হবে ,আপনিও এর অংশ হতে পারেন পাশে থেকে।
ছবিতে অনুষ্ঠানের স্থির চিত্র সমূহ 



































কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.